মায়ের দোয়া ক্রিকেট টিম কী পারবে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনতে?

 রাত পৌহালে ক্ষণ গণনা শুরু হবে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের। তরুণ ক্রিকেটারদের যেমন রয়েছে উচ্ছ্বাস, তেমনি মরিয়া আছেন নিজেদের প্রথম শিরোপাটি উচিয়ে ধরার জন্য। তানজিদ তামিম, শান্ত, সাকিব, শরীফুলদের প্রথম বিশ্বকাপ।  এদিকে সাকিব আর রিয়াদের শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে আছেন তারা। 

২০২৩ সালে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি

যেন মহা এক স্বপ্ন নিয়ে জয়ের রেসে নেমেছেন বাংলাদেশ ক্রিকেট টিম। ইউএসএর বিপক্ষে লজ্জা জনক সিরিজ হারের পর, নিজেদের আত্মবল হারায়নি বাংলাদেশ দল। তাদের রয়েছে তরুণ আর অভিজ্ঞতার ঝুলি। চায়লেই দাপটে উড়ীয়ে ফেলতে পারবে বিশ্বের সব বাঘা বাঘা দলকে। অথচ নিজেদের যেন চিনেই উঠতে পারতেছে না, মিরপুরের বাঘা সব ক্রিকেটাররা। 

এদিকে ক্রিকেট সমর্থকদের রয়েছে নানা ক্ষোভ। ওদের সামর্থ্য আর বুদ্ধির উপর ধ্বুয়ো ধ্বণি দিচ্ছেন তারা। কেউ কেউ যেন চিন্তিত তাদের কোয়ার্টার নিশ্চিত করা নিয়ে। যদি গ্রুপ ডি কে সবাই ডেথ গ্রুপ বলেই আখ্যায়িত করতেছে। 


০৮ তারিখ সকাল ৬ টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। নিজেদের সামর্থ্যের কতটুকু জানান দিতে পারবে বাংলাদেশ কিংবা দর্শকদের দেয়া নাম মায়ের দোয়া ক্রিকেট টিম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url